লাইফ সাপোর্টে সুবীর নন্দী

দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী রোববার (১৪ এপ্রিল) রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

- Advertisement -

রোববার রাতে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

- Advertisement -google news follower

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ঢাকার ল্যাব এইডে নিয়মিত  ডায়ালাইসিস করান।

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। প্রথম প্লে-ব্যাক করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘র্সর্যগ্রহণ’ চলচ্চিত্রে। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। আর সঙ্গীতে অবদানের জন্য চলতি বছর বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করেছেন।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM