লালদিঘী মাঠে বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ

প্রিয়নবী (স.) এর শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে শুক্রবার (২৩ নভেম্বর) লালদিঘী মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এতে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদিস সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী,  অধ্যাপক ড. এহসানুল হাদি, অধ্যাপক ড. এসএম রফিকুল আলম,  অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক। সমাবেশে সহস্রাধিক পীর মাশায়েখ ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

সমাবেশে ইমাম হায়াত বলেন, প্রিয়নবীর (স.) শুভাগমন মানুষের সঙ্গে আল্লাহর সংযোগ ও বন্ধন তৈরি করা।

তিনি ঈমানি অস্তিত্ব ও মুক্তির উৎস হিসেবে প্রিয়নবীর (স.) শুভাগমন ঈদে আজমের দান ও লক্ষ্য উপলব্ধির আহ্বান জানান।

- Advertisement -islamibank

তিনি বলেন, অপরাজনীতি ও স্বৈরতন্ত্রই প্রিয়নবীর (স.) শুভাগমনের দান ও কল্যাণ প্রবাহ থেকে সমগ্র মানবজাতিকে বঞ্চিত রাখতে তৎপর। মহানবীর আগমনের কল্যাণময় দিকটিকে তারা মুছে ফেলার চেষ্টা করছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM