ভারতের উড়িষ্যা ও কলকাতায় ছোবলের পর কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশে ঢুকেছে ঘূর্ণিঝড় ফণী। শনিবার (৪ মে) সকাল ৬টার দিকে সাতক্ষীরা, বাগেরহাট ও যশোর দিয়ে বাংলাদেশে ঢুকেছে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়।
দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলেও তার কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশে ঢুকে পেড়েছে ফণী।
এটি এখন দেশের উত্তর ও উত্তর উত্তর-পূর্বদিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর-পূর্বদিকে অগ্রসর হচ্ছে। এটি পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ঢাকা অঞ্চলে অবস্থান করবে আরো ৫-৬ ঘণ্টা। এ সময় এই অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।
মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত বলবৎ রয়েছে।
জয়নিউজ/আরসি