শপথ নেননি ঐক্যফ্রন্টের ৭ সদস্য

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের সঙ্গে শপথি নেননি জাতীয় ঐক্যফ্রন্টের সাত সদস্য। এঁদের মধ্যে রয়েছেন বিএনপির পাঁচজন এবং গণফোরামের দুইজন।

- Advertisement -

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় সংসদ ভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সদস্যরা শপথ নিলেও সেখানে উপস্থিত হননি ঐক্যফ্রন্টের নবনির্বাচিতরা।

- Advertisement -google news follower

তবে আজ শপথ না নিলেও আগামী ৯০ দিনের মধ্যে তাঁদের শপথ নিতে হবে।

বিএনপির নির্বাচিত সাত এমপি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), মোশারফ হোসেন (বগুড়া-৪), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) ও হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। আর গণফোরামের দুই এমপি হলেন সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২)।

- Advertisement -islamibank

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের পরপরই ভোটে কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করেন। সে সময়েই শপথের বিষয়টি নাকচ করে দেন তিনি।

জয়নিউজ/আরসি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM