গোড়ালির চোটের কারণে আসন্ন নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে তাসকিন আহমেদের। তার পরিবর্তে ওয়ানডে দলে ফিরেছেন শফিউল ইসলাম। একই সঙ্গে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ পেসার এবাদত হোসেন।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে এই দুইজনের অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে ছিলেন তাসকিন আহমেদ।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে ফিল্ডিং করার সময় চোট পান তাসকিন। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময় ডাক্তারের পরামর্শে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।
জাতীয় দলের জার্সি গায়ে ৫৬টি ওয়ানডে খেললেও শফিউল সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর চোট আর ফর্মহীনতায় জাতীয় দলে খেলা হয়নি তার। বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে নিয়েছেন এখন পর্যন্ত ১৫ উইকেট।
অন্যদিকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন এবাদত হোসেন। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে শেষ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। তবে টেস্ট দলে জায়গা পাওয়ায় মূল ভুমিকা রেখেছে এবারের বিসিএলের পারফরম্যান্স। ৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে এবাদত ছিলেন পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। সব মিলিয়ে ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৯টি উইকেট রয়েছে তার।
নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাঈম হাসান, শফিউল ইসলাম।
নিউজিল্যান্ড সিরিজের টেস্ট একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, লিটন দাস, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, এবাদত হোসেন।
নিউজিল্যান্ড সফরে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টেষ্ট সিরিজ।