শিক্ষাখাত আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছেঃ শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমান তালে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথমেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছেন। এ কারণে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।

- Advertisement -

তিনি শনিবার (২৬ জানুয়ারি) সকালে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় মাঠে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, কারিগরি শিক্ষায় সরকারের সুনজর রয়েছে। এ কারণে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের পাশাপাশি কারিগরি পর্যায়ে নিজেদের দক্ষ করে তুলছে। বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। শিক্ষাখাতের ব্যাপক উন্নয়নের কারণে প্রযুক্তিখাতেও আমরা এগিয়ে যাচ্ছি, যার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রলীগের সাবেক দপ্তর-সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যলয় কলেজ ছাত্র সংসদের জিএস মো. আরশেদুল আলম বাচ্চু।
বিশেষ বক্তা ছিলেন কাউন্সিলর এম. আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনজুর হোসেন, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, মো. হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল, মো. হাফেজ, নজরুল ইসলাম, কাবেদুর রহমান কচি, মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -islamibank

জয়নিউজ/বিশু/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM