সন্দ্বীপে প্রবীণ জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা

সন্দ্বীপে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অর্থসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্ (এসডিআই)।

- Advertisement -

এ উপলক্ষে সম্প্রতি সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা।

- Advertisement -google news follower

এসডিআই সন্দ্বীপ আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা চৌধুরী জেসী, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুলমিয়া, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু, আমানউল্যা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম ও এসডিআই সেন্ট্রাল অফিসারের প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল। অনুষ্ঠানে প্রবীণ দলের সভাপতি নুর আহম্মদ আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬০ বছরের উপর যারা সরকারি বয়স্কভাতা পাচ্ছেন না এদের মধ্যে ১০০ জন প্রবীণকে প্রবীণ ভাতা দেওয়া হয়। ৫০ জন প্রবীণকে চাদর, অপর ৫০ জন প্রবীণকে কম্বল এবং ১ জন প্রবীণকে ভরণ-পোষণ ও আবাসন সহায়তা হিসেবে নগদ ২৪ হাজার টাকা এবং মারা যাওয়া ৭ প্রবীণের সৎকারের জন্য নগদ ১৪ হাজার টাকাসহ মোট ৪ লাখ ৩৬ হাজার ৮শ’ টাকা প্রদান করা হয়।

জয়নিউজ/ইলিয়াস/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM