সাইবার নিরাপত্তার স্বার্থে দেশে দুই শতাধিক পর্ন সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পর ওই সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) পক্ষ থেকে জানানো হয়, সাইবার নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এসব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে।