সাতকানিয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুরদানা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজিবুর রহমান, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন চৌধুরী, নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা আবছার চৌধুরী, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, কেওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, পুরানগড় ইউপি চেয়ারম্যান এএফএম মাহবুবুল হক, চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ প্রতিনিধি একেএম আজাদ চৌধুরী।
সভায় রমজানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যতালিকা বাধ্যতামূলকভাবে টাঙানো ও ভোক্তাদের রশিদ দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়।
আইনশৃঙ্খলা সভাশেষে উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।