চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিইউজের সিনিয়র সহসভাপতি মাঈনুদ্দিন দুলাল, সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, নির্বাহী সদস্য উত্তম সেনগুপ্ত, আজাদী ইউনিট প্রধান খোরশেদ আলম, প্রতিনিধি ইউনিট প্রধান হাসান নাছির, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা ও প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
সাংবাদিক ইউনিয়নের কর্মকাণ্ড নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম, শামসুল ইসলাম, সিইউজের সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, শাহরিয়ার হাসান, আজাদ তালুকদার ও মিঠুন চৌধুরী।
সভায় রাইফা হত্যা মামলার অগ্রগতি, দৈনিক আজাদী আন্দোলন, ইনকিলাবে চাকরিচ্যুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা। ওয়েজবোর্ড আন্দোলন ও মহার্ঘ্য ভাতা আদায়ে আন্দোলন জোরদার করার উপরও গুরুত্বারোপ করা হয়।