সীতাকুণ্ডে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ পিস ইয়াবা।

- Advertisement -

শনিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল হোসেন বাড়বকুণ্ড হাসেম নগর নতুনপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে ইকবালের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিল সীতাকুণ্ডবাসী। সীতাকুণ্ড এলাকার বিভিন্ন শিপ ইয়ার্ডসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাঁদাবাজিসহ ব্যবসায়ীদের মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইকবালের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় কমপক্ষে ৪টি মামলা রয়েছে। ইকবাল বিএনপির কারাবন্দি যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর অন্যতম সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

- Advertisement -islamibank

ইকবালকে আদালতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/এফএম/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM