ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী পোর্টলিংক এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকে গেলে বাসের ২০ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১২ নভেম্বর) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি সোমবার রাত ৪টার দিকে ভাটিয়ারী পোর্টলিংক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিন শেড মার্কেটে ঢুকে পড়ে। এতে মার্কেটের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিন ঘণ্টা পর বারআউলিয়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাসটি সরিয়ে নেয়।
বার আউলিয়া হ্ইাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকে পড়ে। সকালে পুলিশ বাসটি উদ্ধার করে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।