সীতাকুণ্ডে হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) গজারিয়া দীঘিরপাড়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিমউল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা ও পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিটুন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ৪৬ বছর ধরে সীতাকুণ্ডের সমাধিস্থলটি অবহেলা-অযত্নে পড়েছিল। এবার সেটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।