হাটহাজারীতে একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন ট্রাক কাঠ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৪ নভেম্বর) দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের প্যারালাল খালের পাশের মো. আনোয়ার কোম্পানির মালিকানাধীন “জিবি ডব্লিউ” নামে একটি ইটভাটা থেকে তিন ট্রাক কাঠ জব্দ করেন এবং মালিককে আইন মেনে ইট তৈরি করার নির্দেশ দেন। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী ইউএনও রুহুল আমিন জানান, ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ধারা-৬ এর বিধি মোতাবেক ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ওই ইটভাটায় ব্যবহার নিষিদ্ধ থাকার পরও কাঠ জ্বালানো হচ্ছিল। এজন্য ওই ইটভাটা থেকে কাঠ পোড়ানোর দায়ে গামারী, আকাশমনি, সেগুন ও গর্জন কাঠ জব্দ করা হয়।