হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের উপর ঝোলানো এবং আশপাশের বিভিন্ন স্থাপনায় লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাটহাজারী পৌরসভার অর্ধশতাধিক স্পটে প্রচারণা সংক্রান্ত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
ইউএনও রুহুল আমীন জয়নিউজকে বলেন, নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ যাবতীয় প্রচারণাসামগ্রী অপসারণ করা হয়েছে। এ অপসারণ কাজ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।