হাটহাজারীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার লিটার ভেজাল ঘি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত ঘি ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৭ মে) দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
অভিযানে বাসস্টেশনের এস কে স্টোর ৫ হাজার টাকা, গাউছিয়া স্টোর ১ হাজার টাকা ও নন্না মিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী (ভূমি) কমিশনার সম্রাট খীসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং মডেল থানা পুলিশ।
এ বিষয়ে ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পৌরসভায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঁচা বাজার এবং বাসস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এসময় তিনটি দোকানকে আর্থিক জরিমানা আদায় করাসহ বিভিন্ন দোকান থেকে প্রায় ১ হাজার লিটার ভেজাল ঘি জব্দ করা হয়। এছাড়া এ পর্যন্ত ৮টি কারখানা ধ্বংস করা হয়েছে।
এ ব্যাপারে নজরদারি ও কঠোরতা আরও বাড়াবে বলেও তিনি জানান।