নগরের সিআরবি এলাকায় একটি প্রাইভেট কার থেকে ১০০ সোনার বারসহ দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়। তারা সোনার বারগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল।
আটককৃতরা হলেন নারায়নগঞ্জের নিতাইগঞ্জ গ্রামের মৃত পরেশ সাহার ছেলে লাবু সাহা (৫৯) ও শরীয়তপুরের ছোট শিদলপুরা গ্রামের হাশেম সওদাগরের ছেলে মো. বিলাল হোসেন (৩০)।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রোববার বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) এস এম মোস্তাইন হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সিআরবি এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সোনার বারগুলো নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। কৌশলে শরীরের সঙ্গে একটি বিশেষ বেল্টে সোনার বারগুলো লাগানো ছিল।
জব্দ সোনার বারের ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম। যার বাজারমূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা বলেও জানান তিনি।