একেবারে সাধারণের কাতারে মিশে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম গুণ। তাঁর বিরোধী রাজনৈতিকপক্ষও এই সত্য স্বীকারে বাধ্য।
তারই আরেকটি নজির দেখা গেল শুক্রবার (১৯ এপ্রিল)। আর দশটা সাধারণ রোগীর মতো বঙ্গবন্ধুকন্যা রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এলেন।
১০ টাকা দিয়ে টিকিট কেটে হাসপাতালে চোখ দেখালেন। কোনো পূর্বপ্রস্তুতি ছাড়া প্রধানমন্ত্রীর এ আগমনে হাসপাতালের অন্য রোগীরাও চমকে যান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নিজে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ১০ টাকা মূল্যে আউটডোরের টিকিট কেটে ডাক্তার দেখান।
পরে তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।
এর আগেও প্রধানমন্ত্রী এখানে চিকিৎসাসেবা নিয়েছেন।
জয়নিউজ/আরসি