১৪ মার্চ রাউজান আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল আগামী ১৪ মার্চ রাউজান আসছেন। ওইদিন উপজেলা পরিষদের সংবর্ধনা শেষে এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটেরিয়াম হলে মাদকবিরোধী সেমিনারে বক্তব্য রাখবেন তিনি।

- Advertisement -

পরে তিনি রাউজান হাইওয়ে থানা ও রাউজান থানা ভবন পরিদর্শন, পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় ও পূর্ব গুজরা পুলিশ তদন্ত ফাঁড়ি ভবন উদ্বোধন, পাহাড়তলী এলাকায় ফায়ার স্টেশন, সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভবন ও নোয়াপাড়ায় দক্ষিণ রাউজান প্রশাসনিক থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একইসঙ্গে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও শেখ কামাল অডিটোরিয়াম কমপ্লেক্স ভবন পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

- Advertisement -google news follower

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সফল করার লক্ষে মঙ্গলবার (৫ মার্চ) সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিসভা উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয় ।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, হাইওয়ে থানার ওসি জহির উদ্দিন, পৌরসভার দ্বিতীয় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান দিদারুল আলম, আব্বাস উদ্দিন আহম্মদ, নুরুল আবছার বাঁশি, বিএম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, রোকন উদ্দিন, কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি ও নাসিমা আকতার।

জয়নিউজ/শফিউল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM