২০৪১ সালের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মিশ্র বাণিজ্যিক জাহাজ বহরে যুক্ত হবে ৩২টি জাহাজ।
মঙ্গলবার (২০ নভেম্বর) বিএসসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহ্ইয়া সৈয়দ এ তথ্য জানান।
কমডোর ইয়াহ্ইয়া সৈয়দ বলেন, সমুদ্রপথে পণ্য পরিবহনে জাহাজ খরচ প্রায় ৪ বিলিয়ন ডলার। বিদেশি জাহাজ মালিকরা নিয়ে যাচ্ছে এর প্রায় ৯৫ শতাংশ। বিএসসিতে ১৯৯১ সালে সর্বশেষ জাহাজ আনা হয়েছিল। ২০৪১ সালের মধ্যে বিশ্বমানের আন্তর্জাতিক শিপিং সংস্থা গড়ে তোলার লক্ষ্যে মিশ্র বাণিজ্যিক জাহাজ বহর সংযুক্ত করাসহ নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিএসসির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফ, সচিব খালেদ মাহমুদ, উপ-মহাব্যবস্থাপক মো. আতাউর রহমান, মো. আহসান-উল-করিম, লে. কমান্ডার এম আসিব রায়হান, মুহাম্মদ আবদুল জব্বার, আবুল কাশেম মাহমুদ, মো. আজমগীর, ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান ও ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার।
জয়নিউজ/ফয়সাল/জুলফিকার