বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আগামী ২৬ মার্চ থেকে পুনরায় চালু হচ্ছে। এছাড়াও ওইদিন চালু হতে পারে বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন।
সূত্র জানায়, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ।
রোববার এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২৬ মার্চ থেকে পুনরায় চালু হবে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এছাড়াও ওইদিন চালু হতে পারে বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন।
করোনা মহামারির কারণে এখন শুধুমাত্র বিমান পথে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু আছে। আর মেডিক্যাল ভিসা নিয়ে বাই রোডে ভারতে যেতে পারছেন বাংলাদেশিরা।
করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়। তবে এই সময়ে পণ্যপরিবহনবাহী ট্রেন চালু ছিল।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন যোগাযোগ রয়েছে। ঢাকা- কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।
জয়নিউজ/পিডি