বাজারে বেড়েছে সবজি-মুরগির দাম, অপরিবর্তিত তেল

সপ্তাহের ব্যবধানে নগরের বাজারে বেড়েছে সবজি ও মুরগির দাম। তবে অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেলের দাম।

- Advertisement -

শুক্রবার (১৮ মার্চ) নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

সবজির বাজারে প্রতিকেজি ফুলকপি ৫০ টাকা, শিম ৪০ টাকা, টমোটো ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ১২০ টাকা, শসা ৬০ টাকা এবং কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।

নগরের বিভিন্ন খুচরা দোকানগুলোতে লিটার প্রতি সয়াবিন ১৬৮ থেকে ১৭৫ টাকা দামেই বিক্রি করতে দেখা গেছে।

- Advertisement -islamibank

মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৭৫ টাকা, সোনালি ২৮০ থেকে ৩শ ও লেয়ার মুরগির ২৫০ টাকা। গরুর মাংসের দাম। কেজি বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা।

তাছাড়া প্রতিকেজি রুই ২৫০ টাকা, কাতল মাছ ২৫০ থেকে ২৬০, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ টটাকা, পাঙ্গাস ১৭০ টাকা, চিংড়ি ৬শ, ইলিশ ১২শ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM