এবার ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে মানবিক সহায়তা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতিসংঘে প্রস্তাবটি ১৪০ ভোট পেয়ে পাস হয়।

- Advertisement -google news follower

এতে প্রায় এক মাস আগে প্রতিবেশী দেশটিতে হামলা চালিয়ে ‘ভয়াবহ’ মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য রাশিয়ার সমালোচনা করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা মানবিক পরিস্থিতির কথা চিন্তা করে ভোট দিয়েছি।

- Advertisement -islamibank

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার ‘অযৌক্তিক যুদ্ধ’ জন্য কঠোর সমালোচনা করেছেন। গত মাসে শুরু হওয়া এই যুদ্ধে ইউক্রেনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ শরণার্থী হয়েছে এবং শহরগুলো ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেন ও মিত্রদের তৈরি করা খসড়া প্রস্তাবটির পক্ষে ১৪০ ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে পাঁচ ভোট- রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ। এছাড়া চীন ও ভারতসহ ৩৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়, তবে সেগুলো রাজনৈতিক গুরুত্ব বহন করে।

গত ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব ১৪১ ভোট পেয়ে গৃহীত হয়েছিল। সেসময় বাংলাদেশ ভোটদানে বিরত থাকে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM