নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। টানা দুই বছর পর গত ২৪ঘণ্টায় চট্টগ্রামে শূন্যে নেমে এলো করোনা আক্রান্তের সংখ্যা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) চট্টগ্রাম সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
চট্টগ্রাম সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭২টি নমুনা পরীক্ষা হয়। এসব নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এদিন কেউ করোনা আক্রান্ত হয়ে মারাও যাননি।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩১।
এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জন। এছাড়া করোনায় ১ হাজার ৩৬২ জন মারা গেছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়।
জয়নিউজ/হিমেল/পিডি