হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই জাল পোড়ানো হয় বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এর আগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, ‘হালদা নদী রক্ষা কমিটি ও এনজিও সংস্থা আইডিএফ’র কর্মীদের সহায়তায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে সবার উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
জয়নিউজ/জুলফিকার