কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কুমিরা থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট সন্দ্বীপ উপকূলে ডুবে গেছে। দুর্ঘটনা কবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একটি শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্পিডবোট দুর্ঘটনায় নুসরাত জাহান আনিকা ( ১৪) নামে এক শিশু মারা গেছে। সে মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, সন্দ্বীপ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে একটি স্পিডবোট ডুবে যায়। বোটে ২০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়। যার মধ্যে এক শিশু ছিল মৃত। এছাড়া আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে বোটের যাত্রীরা জানিয়েছেন।
জয়নিউজ/পিডি