বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিসের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ট্রেড লাইসেন্স ইস্যু শুরু করা হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) সকালে চীনের কোম্পানী ‘ওয়াং জু সুপার মার্কেট বিডি লিমিটেড’ এর আবেদনের সূত্র ধরে তাৎক্ষণিক কাগজপত্র যাচাই করে ট্রেড লাইসেন্স নম্বর ৭৩০০১ ইস্যু করা হয়।
চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান ওয়াং জু সুপার মার্কেটের চেয়ারম্যান জুল লি হংকে ট্রেড লাইসেন্সটি হস্তান্তর করেন।
ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ট্রেড লাইসেন্স প্রদানকালে চসিক পরিসংখ্যান কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী ও ডিটিও রূপন কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ, ৩০ সেপ্টেম্বর ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নের লক্ষ্যে চসিকের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
জয়নিউজ/কাউছার/জুলফিকার