চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
এরপর একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ’র পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।
নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে সিএমপির ব্যবস্থাপনায় ঈদ জামাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিও করা হয়।
ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জয়নিউজ/হিমেল/পিডি