রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৭ জন।
মঙ্গলবার (৩ মে) পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
কিরিলেনকো বলেন, অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রুশ দখলদারদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
এছাড়া রাশিয়ার হামলায় লাইমান শহরে আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভুগলেদার শহরে চারজন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে দুই জন নিহত হয়েছেন।
এক মাস আগে ক্রামতোরস্ক শহরের ট্রেন স্টেশনে রুশ বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।
সম্প্রতি ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে কিয়েভের দখলকৃত অঞ্চলগুলোতে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। এটিই এখন ইউক্রেনে তাদের হামলার কেন্দ্রবিন্দু।
জয়নিউজ/পিডি