টুইটার ব্যবহারে টাকা লাগবে কি না : ইলন মাস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়ে সাড়া ফেলে দেওয়ার পর এবার ভিন্ন এক ইঙ্গিত দিলেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। জানালেন নিজের সম্ভাব্য নতুন এক পরিকল্পনার কথা।

- Advertisement -

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পুরোদস্তুর চলে যায় ব্যক্তিমালিকানায়। এরপর থেকেই টুইটারে নানা ধরনের পরিবর্তন আনার কথা বলছেন মাস্ক। তবে টুইটার ব্যবহারে টাকা লাগবে কি না, সেটিই আছে আলোচনার কেন্দ্রে। ব্যবহারকারীদের সেই কৌতুহলের অবসান ঘটালেন ইলন মাস্ক নিজেই।

- Advertisement -google news follower

ইলন মাস্কের টুইট বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টর্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামীতে টুইটার ব্যবহার করতে বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টাকা দিতে হতে পারে।

টুইটারে মাস্ক লিখেছেন, সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার সব সময়ই ফ্রি থাকবে। কিন্তু বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ করতে হতে পারে।

- Advertisement -islamibank

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এদিকে সম্প্রতি এক টুইট বার্তায় কোকাকোলা কোম্পানি কেনার আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই টুইট বার্তায় তিনি লেখেন, এরপর আমি কোকাকোলা কিনতে যাচ্ছি, এতে (কোকাকোলায়) পুনরায় কোকেন ফিরিয়ে আনার জন্য।

কোকাকোলায় একসময় কোকেন ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠলেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না। ফলে অপ্রমাণিত একটি বিষয় সামনে তুলে আনায় একদিকে যেমন মাস্কের সমালোচনা করছেন অনেকে, আবার অনেকেই বিষয়টিকে দেখছেন টুইটারের নতুন মালিকের মজা হিসেবে।

টুইটারে ৮ কোটি ৪২ লাখের বেশি অনুসারী থাকলেও আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই ইলন মাস্কের। ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো নিয়েও বরাবরই নেতিবাচক মনোভাব দেখিয়ে এসেছেন তিনি।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM