করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

- Advertisement -

বুধবার (৪ মে) পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন, ব্লিঙ্কেন করোনার টিকা ও পরে বুস্টার ডোজ নিয়েছেন। বর্তমানে তার শরীরে হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি কাজ করছেন তিনি।

এর আগে শনিবার ব্লিঙ্কেনসহ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে রাতের খাবারে যোগ দেন। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। তবে বাইডেন করোনা নেগেটিভ বলে জানায় হোয়াইট হাউজ।

- Advertisement -islamibank

দেশব্যাপী পরিচালিত এই জরিপে আরও বলা হয়েছে, ১৮ বছরের নিচের মোটামুটি ৭৫ শতাংশ লোক কোভিডে আক্রান্ত হয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রতিমাসে প্রায় ৭৫ হাজার এবং ফেব্রুয়ারি মাসে ৪৫ হাজার রক্তের নমুনা পরীক্ষা করে এ জরিপ চালানো হয়।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ৫০ কিংবা তদূর্ধ্ব লোককে টিকার চতুর্থ ডোজ এবং এর চেয়ে কম বয়সীদের টিকার তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM