ঈদের ছুটি শেষে নগরে ফিরতে শুরু করেছে মানুষ। এরমধ্যেই বাজারে দাম বেড়েছে তেলসহ অন্যান্য পণ্যের দাম।
শুক্রবার (৬ মে) সকালে রিয়াউজদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ ও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা।
এছাড়া সবজির বাজারে প্রতিকেজি শসা ৬০ টাকা, লম্বা বেগুনের ৮০ টাকা, টমেটো ৬০ টাকা, করলা ৮০ টাকা, গাজর ১০০ টাকা, প্রতি পিস লাউ ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার ৪০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। দেশি আদার কেজি ৮০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।
বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগির ১৮০ টাকা, সোনালি মুরগির ৩০০ টাকা, লেয়ার মুরগির ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে প্রতিকেজি গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংসের ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে তেলাপিয়া ১৬০ টাকা, রুই ২৪০ থেকে ২৬০ টাকা, কাতলা ২৮০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, পাঙ্গাশ ১৫০ টাকা, টাকা, কই মাছ ২২০ থেকে ৩০০ টাকা, ইলিশ ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জয়নিউজ/হিমেল/পিডি