পাহাড়তলীর ৩ গোডাউনে ১৫ হাজার লিটার সয়াবিন জব্দ, জরিমানা গুনলেন মালিক

নগরের পাহাড়তলীতে তিনটি গোডাউন থেকে এবার ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় গোডাউনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

সোমবার (৯ মে) দুপুরে পাহাড়তলী বাজারের বাজারের সিরাজ স্টোরের মালিকাধীন ওই তিনটি গোডাউনে এ অভিযান চালানো হয়।

- Advertisement -google news follower

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।

তিনি আরো বলেন, এছাড়া দোকানটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকরা তেলগুলো আমাদের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন ওই ব্যবসায়ী।

- Advertisement -islamibank

এর আগে রোববার ষোলশহরে কর্ণফুলী মার্কেটের একটি দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৫০ বোতল সয়াবিন তেল জব্দ করেছিল।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM