বেশকিছুদিন ধরে সারা দেশে ভোজ্যতেলের বাজারে অস্থির। তবে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে খোলা তেলের দাম।
বুধবার থেকে পাম তেলের দাম লিটারে সর্বোচ্চ ১৮ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে ১৫৪ থেকে ১৫৮ টাকায়। যদিও এই তেলের সরকার নির্ধারিত দাম ১৭২ টাকা।
অন্যদিকে, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম সরকার ১৮০ টাকা নির্ধারণ করলেও, খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে ১৭৪ টাকায়।
তবে, পাইকারি বাজারে তেলের দাম কমতির দিকে থাকলেও তার প্রভাব পড়েনি খুচরা পর্যায়ে।
ব্যবসায়ীরা বলছেন, রমজানের তুলনায় চাহিদা কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজার নিম্নমুখী হওয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কমেছে ভোজ্যতেলের দাম। যদিও এর প্রভাব এখনো পড়েনি খুচরা বাজারে।
দেশে দৈনিক সয়াবিন তেলের চাহিদা প্রায় ৭ হাজার টন। এই তেল সরবরাহ হচ্ছে ৮টি মিল থেকে।
জয়নিউজ/পিডি