নগরের চান্দগাঁওয়ে ১৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) রাতে বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রাঙ্গুনিয়া ছাদেকনগরের গাবতল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো.ফারুক (৩৮) ও টেকনাফের মধ্যম হ্নীলা হোয়াক্যং নয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. হামিদ হোসেন (২৮)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. হামিদ হোসেন ও মো. ফারুককে গ্রেফতার করা হয়। এসময় হামিদের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও মো. ফারুকের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের দাম আনুমানিক ১৮ লাখ ৫০ হাজার টাকা। আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।
জয়নিউজ/হিমেল/পিডি