কলেজছাত্র খুনের বিচার চেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে কলেজছাত্র হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে কলেজ গেট এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

- Advertisement -google news follower

এ ঘটনায় মহাসড়কের উভয়অংশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

এর আগে বুধবার (১৮ মে) রাতে পূর্ব বিরোধের জের ধরে মারামারিতে জড়িয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন জাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র।

- Advertisement -islamibank

একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ইয়াসিন ও সানি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। তাদের আশ্বস্ত করছি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM