খাগড়াছড়ির গুইমারায় ২০১৪ সালের ১৭ ডিসেম্বর যৌতুকের দাবিতে গায়ে পেট্রল ঢেলে গৃহবধূ সালমা আক্তার হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইসমাইল এ আদেশ দেন।
মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দী ও ৬ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত স্বামী মিজানুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ এর ১১ এর(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে। মামলার অন্য ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেয়।
রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানসহ মামলার অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন।
জয়নিউজ/শহীদ