ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে যান। তখনই ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়। প্রথমে হাতাহাতিতে সংঘর্ষ শুরু হলেও পরবর্তীতে উভয় সংগঠনের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
পরে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে অবস্থান নেন।
সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে ছাত্র সংগঠন দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জয়নিউজ/পিডি