ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও উত্তেজনা বিরাজ করছে। পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে প্রতিরোধের মুখে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় কয়েকজনকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকেই কার্জন হল ও দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের শত শত নেতাকর্মী। এসময় হাইকোর্ট এলাকা দিয়ে কিছু ছাত্রদল নেতাকর্মী ক্যাম্পাসের দিকে এগুতে থাকলে ধাওয়া দেয় ছাত্রলীগ। দুই দলের নেতাকর্মীদের হাতেই লাঠি, হকিস্টিক ও রড দেখা গেছে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। তাদের কর্মসূচি মোকাবেলা করতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ছাত্রদল।
জয়নিউজ/পিডি