কাশ্মীরে টিকটক তারকা আমরিন ভাটকে গুলি করে হত্যা

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে এক নারীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ৩৫ বছর বয়সি এ নারী সামাজিক যোগাযোগমাধ্যম তারকা ছিলেন।

- Advertisement -

গতকাল বুধবার জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারীর নাম আমরিন ভাট। হামলায় তাঁর ১০ বছর বয়সি ভাতিজা আহত হয়েছে। তার নাম ফারহান জুবায়ের।

- Advertisement -google news follower

স্থানীয় পুলিশের ভাষ্য—পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

নিহত আমরিন টিকটক তারকা ছিলেন। তিনি টেলিভিশন তারকাও ছিলেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

- Advertisement -islamibank

হামলার পর এলাকাটি ঘিরে রাখে পুলিশ। তারা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

কাশ্মীর জোন পুলিশের ভাষ্য—স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আমরিনের বাড়িতে তাঁর ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টার মধ্যে কাউকে নিশানা করে দ্বিতীয় হামলার ঘটনা ছিল এটি। গত মঙ্গলবার শ্রীনগর শহরে বাড়ির বাইরে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের এক সদস্য নিহত হন। তাঁকে তাঁর সাত বছরের মেয়ে বাঁচানোর চেষ্টা করছিল। সে সন্ত্রাসীদের হামলায় আহত হয়।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM