ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়নি, দাবি আইনমন্ত্রীর

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাধাগ্রস্ত হয়নি বলে দাবি করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে পুলিশ সাথে সাথে তাকে গ্রেফতার করে না। এক্ষেত্রে সাইবার সেলের অনুমতি নিতে হয়।

- Advertisement -

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

- Advertisement -google news follower

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা নয় উল্লেখ করে আনিসুল হক বলেন, দেশে বর্তমান সরকার এমন আইন করবে না যাতে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে। ডিজিটাল নিরাপত্তা আইনও সাংবাদিকতাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না।

তিনি বলেন, আইনে জামিন অযোগ্য কয়েকটি ধারা আছে। কিন্তু এতে জামিনের সুযোগ আছে। আদালতে গিয়ে জামিনের আবেদন করা যাবে। আদালত বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে।

- Advertisement -islamibank

মন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধ করা হয়েছে। আইনের সংশোধনযোগ্য বিষয় থাকলে সেটি সংশোধন করা হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM