ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলে গেল কিছুদিন ধরে অব্যাহত ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাড়িয়েছে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে নিখোঁজ এই ১৬ জনের মধ্যে ১৪ জন মাটিচাপা পড়েছে এবং বাকি দুজন পানির স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
টানা বৃষ্ট ও ভূমিধসে এই রাজ্যের ছয় হাজারের বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।
পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরী অবস্থা চলছে পাশের অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও।
সেখানেও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সপ্তাহে শুরু হওয়া এই বৃষ্টিপাত সপ্তাহ শেষে ভারী বর্ষণে রূপ নেয়। খবর আল জাজিরা