নগরে ছাত্রলীগের বিশাল শোডাউন

নগরে বিশাল শোডাউন করেছে ছাত্রলীগ। সোমবার (১৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগরের আওতাধীন কলেজসমূহের আয়োজনে এ শোডাউন করা হয়। ছাত্রলীগ নেতা-কর্মীদের বিশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে শেষ হয়।

- Advertisement -

এদিকে বিশাল মিছিলটি মুখর ছিল স্লোগানে স্লোগানে। প্রায় পুরো মিছিলজুড়েই নেতা-কর্মীরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নগরপিতা আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

- Advertisement -google news follower

এর আগে নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাসিম আহমেদ সোহেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয় ছাত্রসমাবেশ।

নগরে ছাত্রলীগের বিশাল শোডাউন

- Advertisement -islamibank

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ছাত্রসমাবেশে সভাপতিত্ব করেন সরকারি সিটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু তাহের। সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সাব্বির চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি রেজাউল আলম রনি, যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেল, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান জিহাদ, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক কায়সার হামিদ এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির ইয়াম।

ছাত্রসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিথুন মল্লিক, মহিউদ্দিন মাহি, আরিফ মঈনুদ্দীন, সুজায়মান বড়ুয়া জিতু, আবু সায়েম, সনেট চক্রবর্ত্তী, নগর ছাত্রলীগ সহসভাপতি মো. শাকিল, সরওয়ার উদ্দিন, এম কায়সার উদ্দিন, নাজিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, হাসমত আলী রাসেল, সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস নিয়াজ মোর্শেদ।

এদিকে মিছিলে সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, পোর্টসিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ নগরের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশ নেন।

জয়নিউজ/কাউছার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM