আবারো বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন সাকিব আল হাসানকে। বৃহস্পতিবার (২ জুন) বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে তৃতীয়বারের মতো সাকিবকে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হতে পারে।
ফিক্সিংয়ের বিষয় গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তড়িঘড়ি মুমিনুল হককে টেস্ট অধিনায়ক ঘোষণা করে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে লম্বা সময় পর সহ-অধিনায়কও পেতে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল। লিটন কুমার দাসকে করা হতে পারে সহ-অধিনায়ক।
এর আগে ফর্মহীনতায় থাকায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বৈঠক করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়ে দেন মুমিনুল।
২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার চোটে পড়লে সিরিজের মাঝে অধিনায়ক করা হয় সাকিবকে। এরপর ২০১৮ সালে পাকাপাকিভাবে নেতৃত্ব পান। নিষেধাজ্ঞার কবলে পড়ে ২০১৯ সালের অক্টোবরে নেতৃত্ব হারান। আবার ২০২২ সালে পেতে যাচ্ছেন নেতৃত্ব।
জয়নিউজ/টিটি