হাটহাজারীতে আগুনে পুড়ে মারা গেছে প্যারালাইসিস রোগী

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি ও অগ্নিদগ্ধ হয়ে এক প্যারালাইসিস রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

আজ শনিবার (৪ জুন) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ফোরকান (৪৬)। তিনি উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দুঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ফোরকান দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। সে হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুবাই প্রবাসী ছবুরের বোনের স্বামী।

- Advertisement -islamibank

সম্প্রতি তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সে ছবুরের রুমে শয্যাশায়ী ছিলেন। শনিবার ভোরে ওই ঘরে আগুন লাগলে তা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সবাই বাড়ি থেকে বেরিয়ে আসলেও ফোরকান বের হতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দু ঘন্টার চেষ্টায় সকাল ৭টার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এর আগেই ঘরে শয্যাশায়ী থাকা ফোরকান নামে এক প্যারালাইসিস রোগী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জানাতে না পারলেও এ ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন এ কর্মকর্তা।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM