বিএম কন্টেইনার ডিপোতে এখনো বের হচ্ছে ধোঁয়ার কুন্ডুলি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে লাগা ভয়াবহ আগুন ৪০ঘন্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো ঘটনাস্থলে দেখা যাচ্ছে ধোঁয়ার কুন্ডুলি। আগুন কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।

- Advertisement -

আজ সােমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আইনশৃখলা বাহিনীসহ প্রশাসনের সকল স্তরের লােক দাঁড়িয়ে আছে। পুরাপুরি আগুন কিভাব নিভানাে যায় সে বিষয়ে চলছে আলাচনা।

- Advertisement -google news follower

একটির উপর একটি কনটেইনার থাকায় আগুন পুরাপুরি নিভানাে সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হাসান সিকদার বলেন, আগুন পুরাপুরি নিভেনি। তাই ভিতর থেকে ধোঁয়ার কুন্ডুলী বের হচ্ছে। কন্টেইনারগুলাে নামানাের ব্যবস্থা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

- Advertisement -islamibank

উল্লখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন নিহত ও প্রায় তিন শতাধিক আহত হয়।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM