নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৮ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রামগতির মেঘনা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগের উদ্যোগে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা জয়নিউজকে বলেন, রামগতির মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরো জানান, আগামী ২৮ অক্টোবর পর্যন্ত রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকা পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইলিশসহ এসময় সব রকমের ইলিশ সংরক্ষন, আহরন, পরিবহন, বাজারজাত ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করলে তাকে জেল জরিমানা ভোগ করতে হবে।
জয়নিউজ/শহীদ