আগামী ২৫ জুন ডানা মেলছে কোটি বাঙালির স্বপ্ন। লেখা হচ্ছে আত্মমর্যাদা আর স্বাবলম্বীতার প্রতীক এক নতুন মহাকাব্যের।
তাছাড়া পদ্মা সেতুকে ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় ইন্টারচেঞ্জ হাতছানি দিচ্ছে মহাসড়কে নতুন দিনের। পদ্মা পেরিয়ে এখান থেকেই মিলবে উনিশ জেলার পথ। পরিবহনের চাপ যতই হোক পড়তে হবে না যানজটে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্ন সেতুর পূর্ণ সুফল পেতে ভূমিকা রাখবে এই সেতু, গতি আসবে সড়কে, প্রভাব পড়বে এসব অঞ্চলের অর্থনীতিতে।পদ্মার বুকে স্বপ্ন এখন সত্যি।
এবার সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে, অদম্য আরেক যাত্রার পালা। সেই পথ অমিত সম্ভাবনার। অগ্রযাত্রার এ পথের বাধা এড়াতে আছে ফরিদপুরের ভাঙ্গায় ইন্টারচেঞ্জ।
পদ্মা পাড়ি দিয়ে কয়েক কিলোমিটার এগিয়ে এক্সপ্রেসওয়ের শেষ মাথায় এ ইন্টারচেঞ্জ যেন দিন বদলের স্মারক। ঢাকা থেকে বের হয়ে উনিশ জেলার পথ মিললেও এখানে এসে কমাতে হবে না গতি। পরিবহনের বাড়তি চাপ হলেও যে যার মতো পথ ধরতে পারবে অনায়াসে।
তাই এই সড়ক ধরেই তৈরি হচ্ছে অগ্রযাত্রার নতুন পথ। সেই পথ যেন জানান দিচ্ছে সমৃদ্ধির। এতদিনের ঈশান কোণে মেঘ কেটে যেন উঁকি দিচ্ছে রবির কিরণ।
জেএন/টিটি