চট্টগ্রামের ১৮ ইউপিতে চলছে ভোট, নিরাপত্তা জোরদার

চট্টগ্রামের বাঁশখালীর ১৩টিসহ ৬ উপজেলার ১৮ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ।

- Advertisement -

বুধবার (১৫ জুন) সকাল ৮ টায় থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

- Advertisement -google news follower

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রটগণ নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামের ১৮ ইউপিতে চলছে ভোট, নিরাপত্তা জোরদার

- Advertisement -islamibank

বাঁশখালী উপজেলায় ১৩টি ইউনিয়নে এবং হাটহাজারী, ফটিকছড়ি, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একটি করে ইউনিয়নে ভোট নেওয়া হচ্ছে।

হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চরপাথরঘাটা, ফটিকছড়ির ভুজপুর এবং আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে পটিয়া-আনোয়ারা ছাড়া বাকি ১৬টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

মোট ১৮টি ইউনিয়নের ১৭৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৯০ জন এবং সাধারণ ওয়ার্ডে ৬৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM