স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ জুন)। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এই ম্যাচ দিয়ে আবারও সাকিব আল হাসানের নেতৃত্বের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। যদিও টেস্টের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় টাইগাররা খুব একটা স্বস্তিতে নেই। মুশফিকের রহিমের অনুপস্থিতিও দলের জন্য দুশ্চিন্তার কারণ।
এছাড়া চোটের কারণে ইয়াসির আলী ছিটকে যাওয়ায় একাদশ নিয়ে শেষমুহুর্ত পর্যন্ত ভাবতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। একাদশে সুযোগ মিলতে পারে নুরুল হাসান সোহানের। ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলে গ্লাভসও উঠতে পারে সোহানের হাতে।
অবশ্য সোহানের থাকা এখনও নিশ্চিত নয়, কারণ একাদশের ভাবনায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। দীর্ঘ সময় পর এই ম্যাচ দিয়ে টেস্টে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান, যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তার সাথে পেস বিভাগের দায়িত্ব পেতে পারেন খালেদ আহমেদ অথবা এবাদত হোসেন। চোটের কারণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে বাংলাদেশ পাচ্ছে না এই সিরিজেও। স্পিনে অধিনায়ক সাকিব আল হাসানকে সমর্থন দেওয়ার গুরুদায়িত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ৮টায়। সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুন। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া ডা সিলভা, ডেভন থমাস, রেয়মন রেইফার, আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপ/কেমার রোচ, জায়ডেন সিলস।
বাংলাদেশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান/মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ/এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান।
জেএন/মোরশেদ